সিংড়ায় তারেক রহমানের ৩১ দফা নিয়ে হাট-বাজারে দাউদার মাহমুদ

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে হাট-বাজার, মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে ও জনগণের দ্বারে দ্বারে ছুটে চলেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

মাসব্যাপী ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার সীমান্তবর্তী রনবাঘা হাটে ৩১ দফার লিফলেট বিতরণ করেন দাউদার মাহমুদ।

সিংড়া বিএনপির দুঃসময়ের কাণ্ডারী হিসেবে পরিচিত দাউদার মাহমুদ বলেন, দীর্ঘ ২৯ বছর যাবৎ আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি ও বিএনপির দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। ২০১৮ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়েছিলেন। অবহেলিত চলনবিলবাসীর চাহিদা পূরণে তরুণ প্রার্থী হিসেবে এবারও মনোনয়ন চাইবো এবং আমি আশা করি দলের মনোনয়ন আমিই পাবো।

তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি এবং সিংড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

Post a Comment

Previous Post Next Post