জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

মুতাসিম তানিম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় কুড়িগ্রামের ঐতিহাসিক শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কাজীউল ইসলাম, সহ-সভাপতি সাইফ মুহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই মাস এই জাতির জন্য ঐতিহাসিক প্রতিরোধের স্মারক। এ মাসেই দেশের ছাত্র-জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে জীবন দিয়েছিল। ইসলামী ছাত্র আন্দোলন সেই চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।

Post a Comment

Previous Post Next Post