আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে অবৈধভাবে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় পোষ্ট মাস্টার আলমের বিরুদ্ধে। অভিযোগকারী লাল মিয়ার দাবি, তিনি করোনাকালীন সময়ে বাবুল মিয়ার নিকট থেকে ১০ শতক জমি ক্রয় করেন। কিন্তু পোষ্ট মাস্টার আলম উক্ত জমি না মেপেই জোরপূর্বক লাল মিয়ার বসতভিটার অংশ এবং পাশের সরকারি জমি দখলে নেন।
লাল মিয়া জানান, বিষয়টি নিয়ে আলাপ করতে গেলে পোষ্ট মাস্টার আলম তাকে গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেন। স্থানীয় গ্রাম আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে তারা সঠিকভাবে জমি মেপে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। তবে আলম সেই সিদ্ধান্ত মানেননি, বরং প্রভাব খাটিয়ে সরকারি জায়গাও দখল করে সেখানে ট্রাকযোগে মাটি ভরাট করেন এবং মৌখিকভাবে নিজের মালিকানা দাবি করেন।
এ ব্যাপারে স্থানীয় ভূমি কর্মকর্তাকে জানানো হলে তিনি সরকারি জায়গায় মাটি ভরাটে নিষেধ করেন। তবুও পোষ্ট মাস্টার আলম সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও দখলের চেষ্টা চালান। পরে লাল মিয়া সাংবাদিকদের ডেকে বিষয়টি প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের মুখে আলম দাবি করেন, তিনি ১০ শতক জমি কিনেছেন এবং তাতেই বাউন্ডারি দিয়েছেন। তবে যদি সরকারি জায়গা দখল হয়ে থাকে, তিনি তা ছেড়ে দেবেন বলে আশ্বাস দেন।
তবে স্থানীয়রা জানান, উক্ত জায়গাটি সরকারি এবং সেখানে একটি ক্লাবঘর ছিল, যা সংস্কারের উদ্যোগ চলছিল। এলাকাবাসীর দাবি, সরকারি জায়গাটি পুনরুদ্ধার করে ক্লাবের জন্য বরাদ্দ দেওয়া হোক এবং যারা সরকারি সম্পত্তি দখল করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
Post a Comment