ইসরায়েলের নতুন সামরিক অভিযান, ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক: ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার মধ্যাঞ্চলে নতুন অভিযান শুরু করেছে। রোববার তারা দেইর এল-বালাহ এলাকায় অবস্থানকারী ফিলিস্তিনিদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েল জানায়, এই অঞ্চলে হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করা হবে।

সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই এক্স প্ল্যাটফর্মে বলেন, "নিজেদের নিরাপত্তার স্বার্থে আল-মাওয়াসি উপকূলীয় এলাকায় চলে যেতে হবে।" এই নির্দেশনার ফলে আরও অনেক মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গাজার ৮০ শতাংশ এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলা হয়েছে।

গাজা সিটির নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার রাতভর ইসরায়েলি হামলায় গাজা সিটি ও দক্ষিণাঞ্চলে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া এলাকায় অভিযান চালিয়ে বহু হামাস সদস্যকে হত্যা ও বিশাল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করার দাবি করেছে। প্রায় ২.৭ কিলোমিটার বিস্তৃত এবং ২০ মিটার গভীর সেই সুড়ঙ্গ ‘সন্ত্রাসী অবকাঠামো’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে জানায় তারা।

অন্যদিকে, গাজায় অপহৃতদের পরিবারের সদস্যরা তেল আবিবে বিক্ষোভ করেছেন। তাঁরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জিম্মিদের মুক্তির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১,২১৯ জন ইসরায়েলি নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। প্রতিশোধমূলক অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত কমপক্ষে ৫৮,৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু সংখ্যকই সাধারণ মানুষ।

Post a Comment

Previous Post Next Post