কুড়িগ্রামের ফুলবাড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মুতাসিম বিল্লাহ তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে 

 স্থানীয়রা জানিয়েছেন, দুই শিশু শাপলা ফুল তোলার জন্য নদিতে যায়, পরে অনাকাঙ্ক্ষিত ভাবে এই দুর্ঘটনার শিকার হয়।

নিহত দুই শিশু হলো—স্থানীয় আলম মিয়ার মেয়ে মোছাঃ আশা মনি (১১) এবং আবু বকর সিদ্দিকের মেয়ে মোছাঃ সুমাইয়া খাতুন (১১)। জানা গেছে, তারা প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল।

একসাথে দুটি প্রাণ হারানোর ঘটনায় দুই পরিবারসহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

Previous Post Next Post