বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রোববার (২০ জুলাই) বিকেল ৪ টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে একটি সমাবেশ করেন বিক্ষোভকারীরা ।

এ সময় শিক্ষার্থীরা বলেন জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ প্রণয়ন এখনো হয়নি। ইন্টেরিম সরকার নিজের দায়িত্ব বাদ দিয়ে বিদেশী এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। ফিলিস্তিন, সিরিয়া, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকোসহ ১৬টি দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন রয়েছে। এ কমিশন যেসব দেশে অফিস প্রতিষ্ঠা করেছে, সেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশে এ মানবাধিকার কমিশনের কোন প্রয়োজন নেই। আমরা এটি চাইনা। অবিলম্বে এ চুক্তি বাতিল করা হউক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা ৪৮ ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সা’দ বলেন, ড. ইউনুসের উপর আমাদের আস্থা ছিল। কিন্তু তিনি দিল্লির দাসত্ব ছেড়ে এখন ওয়াশিংটনের গোলামীর শেকল পড়ানোর পায়তারা করছেন। বার বার নিষেধ সত্ত্বেও দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনে স্থাপনের চুক্তি করা হয়েছে। ফিলিস্তিন, সিরিয়াসহ যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে, আমরা দেখেছি কিভাবে সেসব মানবাধিকার লঙ্ঘণ হয়েছে। আমরা চাইনা মানবাধিকার কমিশনের নামে এদেশে সমকামিতা প্রতিষ্ঠা, ধর্মহীনতার চর্চা ইত্যাদি দেখতে চাইনা।

Post a Comment

Previous Post Next Post