নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ| ১৮ আগস্ট ২০২৫ (সোমবার)
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে সোমবার সকালে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চলছে এমন নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে বিদেশি স্বার্থে গৃহীত চুক্তি ও উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে একদিকে ভারত, অন্যদিকে যুক্তরাষ্ট্র দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারতের দালালি কিংবা আমেরিকার দালালি কোনটাই বাংলাদেশে চলবে না।”
সমাবেশ থেকে ১৬ দফা দাবি ঘোষণা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপনের অনুমতি বাতিল,
আমেরিকার সঙ্গে স্বার্থবিরোধী গোপন বাণিজ্য চুক্তি রদ,
চট্টগ্রাম বন্দরের কৌশলগত হাব বিদেশীদের হাতে না দেওয়া,
সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিকার,
স্টারলিংক ইন্টারনেট বন্ধ,
বিদেশি ক্ষতিকর খাদ্যপণ্য আমদানি বন্ধ,
সমকামীতা বা এলজিবিটি বৈধকরণ, পতিতাদের রাষ্ট্রীয় ভাতা প্রদান এবং বিতর্কিত নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন বাতিল।
আয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্ত দেশের অর্থনীতি ও শিল্প-কারখানাকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। তারা ঘোষণা দেন, জনগণকে ঐক্যবদ্ধ করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মুহম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন মুহম্মদ পারভেজ কবির, মুহম্মদ আল মামুন, মুহম্মদ আশিক, মুহম্মদ আব্দুল মালেকসহ শতাধিক ছাত্র-শ্রমিক ও সাধারণ জনতা।
একটি মন্তব্য পোস্ট করুন