নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১২,৫০০ (বার হাজার পাঁচশত) টাকার জাল নোটসহ জালনোট চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (১৮ আগস্ট) দুপুরে নাসিরনগর সদরের গৌর মন্দির মোড় সংলগ্ন হাস-মুরগির বাজারের কানু দাসের চা দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মো. কামাল মিয়া (৪০), মৃত ইউনুছ মিয়ার ছেলে সমন মিয়া (৩৮) এবং একই গ্রামের জসুক মিয়ার ছেলে মো. হাবিব (২৫)।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, এই ধরনের অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন