নয়া বাংলা ডেস্ক
সম্প্রতি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বহিষ্কৃত ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাফওয়ান চৌধুরি রেবিল কর্তৃক আলোচিত শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি প্রদান করা হয়। অন্যান্য ট্রান্সজেন্ডার ও সমকামী অ্যাক্টিভিস্টরাও এই হুমকিদাতার পক্ষে দাঁড়ায়। এর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১২ টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা 'চবিয়ান দ্বীনি পরিবার' এর ব্যানারে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি ও এলজিবিটি সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন করেন।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, 'বিশ্ববিদ্যালয় গুলোতে যারা এলজিবিটি ও সমকামিতার মতো বিকৃত মতবাদ প্রচার করে, পাশ্চাত্য বিকৃত মতবাদের পক্ষে অবস্থান নেয়, মূল্যবোধের বিপক্ষে কাজ করে তারাই আজ বুদ্ধিবৃত্তিক জগতে প্রতিষ্ঠিত। অন্যদিকে মূল্যবোধের পক্ষে কাজ করা, বিকৃতির প্রতিবাদ করা শিক্ষকগণকে কর্মক্ষেত্রে এবং বুদ্ধিবৃত্তিক ময়দানে কোনঠাসা করে রাখা হয়েছে। আমাদের সহকর্মীদের মাথা কেটে ফুটবল খেলার হুমকি দেওয়া হচ্ছে। আর আমাদের বুদ্ধিজীবীরা ভাবছেন আমরা তো ভালোই আছি।'
তিনি বলেন, 'আমাদের সহকর্মীদের যারা হুমকি দিয়েছে তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেই সাথে অবিলম্বে এইসব হুমকিদাতাকে আইনের আওতায় আনতে হবে।'
মানববন্ধনে বিআরএফ ইয়ুথ ক্লাবের কোষাধ্যক্ষ ও চবির ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, 'সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বহিষ্কৃত ট্রান্সজেন্ডার শিক্ষার্থী সাফওয়ান চৌধুরি রেবিল কর্তৃক বিশিষ্ট গবেষক আইইউবির অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং জুলাইয়ের অগ্রসেনানী মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব উৎস স্যারকে হত্যার হুমকি প্রদান করা হয়। কিছু তথাকথিত বিশিষ্ট নাগরিক আবার এই সন্ত্রাসী জঙ্গির পক্ষে অবস্থান নিয়েছে। যা বিদ্যমান আইনে সুস্পষ্ট শাস্তিযোগ্য অপরাধ। অথচ প্রশাসন এখনো নিষ্ক্রিয়। তাদের এই নিষ্ক্রিয়তা আমাদেরকে অবাক করছে। রাষ্ট্র কি তাহলে সমকামী সন্ত্রাসীদের পক্ষে? আপনার সন্তান ট্রান্সজেন্ডার বা সমকামী হলে আপনি মেনে নিবেন? আপনি মানলেও আমরা মানবো না। মূল্যবোধের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে, ইনশাআল্লাহ।'
জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, 'আমরা বাংলাদেশের ট্র্যাডিশনাল পরিবার ব্যবস্থাকে টিকিয়ে সংগ্রাম করছি। আমাদের সংগ্রাম আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্যই। আমরা চাই না, আপনার সন্তান সমকামী বা ট্রান্সজেন্ডার হোক। আমরা চাই না, আপনার সন্তান এইচআইভিতে আক্রান্ত হোক। মূল্যবোধের পক্ষে সংগ্রামরত আমাদের দুই সম্মানিত শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎস স্যারকে এলজিবিটি সন্ত্রাসীদের পক্ষ থেকে হত্যার হুমকি প্রদান করা হয়েছে। কিছু তথাকথিত বুদ্ধিপাপী আবার সেই সন্ত্রাসীর পক্ষে অবস্থান নিয়েছে। প্রশাসনের নিরবতা আমাদের বিচলিত করছে।'
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন চবি শাখার সভাপতি আব্দুর রহমান, চবিয়ান দ্বীনি পরিবারের শূরা সদস্য শাহাদাত চৌধুরী ও মঈন উদ্দীন চিশতি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন