সাইফুল ইসলাম কবিরহাট প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার এবং সাংবাদিক আনোয়ার হোসেন সোহেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় জিরো পয়েন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কবিরহাট উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় হুমকি।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন