মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জলঢাকায় সম্মিলিত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে এ সময় জলঢাকা উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির (লেলিন) মাহবুবুর রহমান (মনি) জেলা প্রতিনিধি এসএ টিভি, এবং নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহ্ জেলা প্রতিনিধি নিউজ 24, এবং অন্যান্য সংগঠনের যে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন জলঢাকা রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জলঢাকা উপজেলা কমিটির সভাপতি আল আমিন ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রিপোর্টাস ক্লাবের সভাপতি এ নাই মানিক, সাধারণ সম্পাদক তহমিদার রহমান (মিলন)
বাংলাদেশ প্রেসক্লাবের জলঢাকা উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী (ডলার) সাধারণ সম্পাদক সুজন ইসলাম, তিস্তা নিউজের সম্পাদক ফায়সাল মুরাদ, এবং মানবাধিকার কর্মী আব্দুল ওহাব মিয়া, ও আশরাফ আলীসহ প্রমুখ।
বক্তারা বলেন যে আসাদুজ্জামান তুহিনকে ব্যস্ততম শহর ঢাকার গাজিপুর চৌরাস্তায় যেভাবে প্রকাশে হত্যা করা হয় যা একবারে আইন বহির্ভূত কাজ এটা কোনভাবেই মেনে নেওয়ার মত নয় তাই তো বাংলাদেশ সরকারের উপদেষ্টাদের কাছে সাংবাদিকদের আকুল আবেদন নিহত সাংবাদিক তুহিনের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ সহ যারা এ পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, এবং বাকি যারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান এসব বক্তারা। এবং সব সময় নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের পাশে জলঢাকা প্রেসক্লাব সহ জলঢাকার অন্যান্য সংগঠনরা কাজ করে যাবে বলে আশা দেন এসব সাংবাদিক নেতারা।
একটি মন্তব্য পোস্ট করুন