নিজস্ব প্রতিবেদক
ভোলাহাটে সাংবাদিকদের সাথে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সোবহান মাষ্টারের মতবিনিময়
স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুস সোবহান মাষ্টার। রবিবার (১৭ আগষ্ট) বেলা ১১ টার সময় কলেজ মোড় নবাব বিগ বাজারের টেস্টি ফুড ক্যাফেতে মতবিনিময় করেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২(ভোলাহাট ,গোমস্তাপুর, নাচোল) আসনের সংসদ সদস্য পদে এই মনোনয়ন প্রত্যাশী ।
তিনি বলেন, আমি ১৯৭৯ সাল থেকে বিএনপি রাজনীতির সাথে কাজ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। তিনি আরও বলেন, আমি বিগত ১৬ বছর স্বৈরাচার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি বেশ কয়েকবার কারাবরণ করেছি। অনেক মামলা হামলার স্বীকার হয়েছি। দল তাঁর ত্যাগের মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকদের কাছে।
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি এই আসনে দলীয় মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হয় তাহলে কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ মানব কল্যাণে কাজ করব।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যোগ্যতার মাপকাঠিতে আমাকে দলীয় মনোনয়ন দিবেন। তিনি এই মতবিনিময় সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ জুলাই- আগষ্টের সকল শহীদদের রুহুের আত্মার মাগফিরাত কামনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন