ধামইরহাটে রঘুনাথপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধামইরহাট প্রতিনিধি
নওগাঁ | ১৮ আগস্ট ২০২৫ (সোমবার)
নওগাঁর ধামইরহাট উপজেলার রঘুনাথপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নিমতলী বাজারের অস্থায়ী অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, গত রবিবার সকাল ৯টার দিকে ১০-১৫ জন ব্যক্তি হঠাৎ করে মাদ্রাসার অফিসে প্রবেশ করে। এসময় তারা মাদ্রাসার পরিচালনা কমিটি নিয়ে নানা প্রশ্ন তোলে— কে শিক্ষক প্রতিনিধি হবে, কে দাতা সদস্য হবে এবং কে সভাপতি হবে— এসব নিয়ে তর্ক-বিতর্ক শুরু করে। এক পর্যায়ে তারা তার ওপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয়।

অধ্যক্ষ আরও জানান, এর আগে গত ২৩ জুলাইও একইভাবে মাদ্রাসায় প্রবেশ করে তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধামইরহাট থানার ওসির বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মুক্তার হোসেনের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “বিষয়টি জানার জন্য গিয়েছিলাম। কিছু কথাকাটাকাটি হয়েছে ঠিকই, তবে মারধর বা হুমকির ঘটনা ঘটেনি। সব অভিযোগই মিথ্যা।”

ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছেন, তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে অভিযোগের অনুলিপি পাওয়া গেছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন