সিংড়ায় "ভয়েস ফর চেঞ্জ" প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া প্রতিনিধি
নাটোর | ১৮ আগস্ট ২০২৫ (সোমবার)
নাটোরের সিংড়ায় " ভয়েস ফর চেঞ্জ" প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের কণ্ঠস্বর নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিভিন্ন এনজিও, যুব সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) দিনব্যাপী আলো ও বিয়াশ জনসেবা তরুণ সংঘের সহযোগিতায় এবং খান ফাউন্ডেশন এর বাস্তবায়নে উপজেলা কৃষি হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক এ প্রক্ষিণ কর্মশালায় আলোচক হিসাবে বক্তব্য দেন, ভয়েস ফর চেঞ্জ প্রকল্পের জেলা কর্মকর্তা শাহিনা লাইজু, প্রকল্প কর্মকর্তা সৈয়দা তাহেরা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, সিংড়া প্রেসক্লাব ও চলনবিল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া মডেল প্রেসক্লাব ও বিয়াশ জনসেবা তরুণ সংঘের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম প্রমূখ। কর্মশালায় স্থানীয় সমাজ সেবা ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন কৃত এনজিও ও সংগঠনের সভাপতি,সম্পাদক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন