স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নারী জনপ্রতিনিধিগনের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

ধামইরহাট  প্রতিনিধি
নওগাঁ | ১৯ আগস্ট ২০২৫ (মঙ্গলবার)
আজ মঙ্গলবার সকাল ১০:০০ টায় জয়পুরহাট জাকস রিসোর্স সেন্টারে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ২৪জন নারী জনপ্রতিনিধিগনের ৩ দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচি, ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর আয়োজনে, এসডিসি’র অর্থায়নে, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা এর সহায়তায় প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ পরিচালনায় উপস্থিত আছেন সালাউদ্দিন ইবনে সাঈদ, পরিচালক(পল্লী অর্থনীতি ও ব্যবসা ব্যবস্থাপনা), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা ফৌজিয়া নাসরিন সুলতানা, পরিচালক(পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা। এয়াড়াও আরও উপস্থিত ছিলেন রঞ্জন কুমার ঘোষ, পলিসি এন্ড গভনেন্স স্পেশালিষ্ট, সাঈদ মাহাদী, স্টেকহোল্ডা এনগেজমেন্ট এক্সপার্ট, তুনাজ্জিনা হক জেন্ডার ইকুয়্যালিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন এক্সপার্ট, ওয়াটারএইড বাংলাদেশ ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির উন্নয়ন কর্মীবৃন্দ।
প্রশিক্ষণে নারী নেতৃত্রে ক্ষমতায়নের প্রভাব বিশ্লেষণ, স্থানীয় সরকার আইন ও ইউনিয়ন পরিষদ(সংরক্ষিত আসনের নারী সদস্যদের ক্ষমতা ও বিশেষ কার্যাবলী) বিধিমালা-২০১৬, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি ও সভা পরিচালনা, জলবায়ু পরিবর্তন ও সমন্বিত পানি ব্যবস্থাপনা: ইউনিয়ন পরিষদের ভুমিকা ও নারীর অংশগ্রহন, অর্থনৈতিক উন্নয়নে নারী জনপ্রতিনিধিদের ভুমিকা ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট পরিকল্পনায় নারী সদস্যগনের অংশগ্রহন বিষয়ে আলোচনা করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন