শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে বানিয়াগাঁতী সীজনাথ একাডোরীতে অভিভাবক সমাবেশ

আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি
সিরাজগঞ্জ | ১৯ আগস্ট ২০২৫ (মঙ্গলবার)
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী সীজনাথ একাডোরী (স্কুল এন্ড কলেজ)-এ আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবকমন্ডলীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি অফিসার জনাব মোঃ ঈমান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস. এম. গোলাম রেজা।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম গোলাম, সাবেক আহ্বায়ক, বেলকুচি উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলী তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সাধারণ সম্পাদক, আশিকুর রহমান জুয়েল, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার প্রচার সম্পাদক আশিকুল ইসলাম, এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

সভায় অতিথিবৃন্দ বলেন, এসএসসি পরীক্ষার্থীদের সাফল্যের জন্য বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বাড়ির কাজ মনোযোগ দিয়ে সম্পন্ন করা, মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রাখা এবং পরীক্ষার পূর্ব প্রস্তুতির উপর গুরুত্ব দিতে হবে।

অতিথিরা আরও বলেন, শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা গেলে ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি হবে। এজন্য অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে।

অনুষ্ঠান শেষে অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল মাষ্টার ।

আয়োজন করে বানিয়াগাঁতী সীজনাথ একাডোরী স্কুল এন্ড কলেজ পরিবার।

Post a Comment

নবীনতর পূর্বতন