সিংড়ায় ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোর | ১১ আগস্ট ২০২৫ (সোমবার)
নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা ও বিলসা গ্রামে একটি যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও সেনাবাহিনী। 

আজ সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

এসময় পাকিশা বাজারের ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে মৎস্য ও পশু খাদ্য আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, “নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকি। এসব জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের জন্যও ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

Post a Comment

নবীনতর পূর্বতন