জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন ও কারখানা রক্ষণাবেক্ষণ বিষয়ক শ্রমিক কর্মচারীদের ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরিফ মিয়া জামালপুর প্রতিনিধি
জামালপুর | ২০ আগস্ট ২০২৫ (বুধবার)
জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত জিল বাংলা সুগার মিলের কারখানা বিভাগের কর্মরত শ্রমিক কর্মচারীদের " চিনি উৎপাদন ও কারখানা রক্ষণাবেক্ষণ" বিষয়ক ২০২৫-২৬ অর্থ বছরের ২ দিন ব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ আগষ্ট এই প্রশিক্ষণ শুরু হয়ে ২০ আগষ্ট শেষ হয়েছে। প্রতিষ্ঠানটির ট্রেনিং কমপ্লেক্সে মহাব্যবস্থাপক( কারখানা ) খালিদ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম। প্রধান অতিথি মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন কারখানার সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে চিনির রিকভারী বৃদ্ধি করে প্রতিষ্ঠানটির চিনি উৎপাদন বৃদ্ধি করে লোকসান কমিয়ে আনতে হবে। সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সততা ও দক্ষতার সাথে পালনের নির্দেশ প্রদান করেন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ( অর্থ) শরীফ মোহাম্মদ জিয়াউল হক,মহাব্যাবস্থাপক ( কৃষি) মোঃ কাউছার আলী সরকার, মহাব্যবস্থাপক ( প্রশাসন) রকিবুল হক,জিল বাংলা ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি এস এম রায়হানুল আজিম ইমরান। অনুষ্ঠানে কারখানা বিভাগের সকল শাখা প্রধান উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষনের কো- অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন প্রশাসন বিভাগের ব্যবস্থাপক রেজওয়ানা জেবুন।
প্রশিক্ষনে ৩০ জন অংশগ্রহণ কারীদের মধ্যে মূল্যায়নে ১ম জুনিয়র টার্ণার ইমাম হোসেন,২য় সুপারভাইজার গোলাম মোস্তফা সাজু,৩য় সিনিয়র ইলেকট্রিসিয়ান মোঃ হাবিবুর রহমানকে পুরষ্কৃত করেন ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম।

Post a Comment

নবীনতর পূর্বতন