ময়মনসিংহে র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ  | ২২ আগস্ট ২০২৫(শুক্রবার)
ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪ এর পৃথক দুটি অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং মাদকদ্রব্যসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ২১ আগস্ট ২০২৫ খ্রি. রাত আনুমানিক ২০:১০ মিনিটে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন দেহখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুলবাড়ীয়া থানার মামলা নং-১৫(১)২৩, জিআর নং-১৫/২৩ এর দুই বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জহিরুল ইসলাম (৩৩), পিতা-মোঃ আঃ লতিব, সাং-কালিবাজাইল, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ-কে গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে একই দিন রাত আনুমানিক ২০:২০ মিনিটে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন খাগডহর (ঘুন্টি) এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় মেসার্স আফিফ ট্রেডার্স এর সামনে টাউনহল মোড় হতে মুক্তাগাছা গামী সড়কে মোঃ সোহেল রানা (৩৭) ও মোঃ মনির হোসেন (২৮), দু’জনেই জেলা-ময়মনসিংহ-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া ও কোতোয়ালী থানায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

Post a Comment

নবীনতর পূর্বতন