উখিয়ায় আরাকান আর্মির এক সদস্য বিজিবির হাতে আটক

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার | ১২ আগস্ট ২০২৫ (মঙ্গলবার)
কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ‘অস্ত্রসহ অনুপ্রবেশকারী’ আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বিজিবি।

সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে আরাকান আর্মির হেফাজতে নেওয়া সদস্যের অনুপ্রবেশের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।

আটক জীবন তঞ্চঙ্গা (২১) মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক একটি বিদেশি ভারী আগ্নেয়াস্ত্র ও কিছু সংখ্যক গুলি।

লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, সকালে উখিয়ার বালুখালী সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অস্ত্রসহ এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। পরে তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এ সময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে আরাকান আর্মির এই সদস্যকে হেফাজতে নেন।

ঘটনাটি তাৎক্ষণিক বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির আটক সদস্যকে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আরাকান আর্মির আটক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তা হুমকিতে পড়ায় তিনি অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।

Post a Comment

নবীনতর পূর্বতন