স্টাফ রিপোর্টার
১১ আগস্ট ২০২৫, সোমবার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সন্তানদের জন্য একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় এডুকেশন কোটা (ইকিউ) সুযোগ রাখা হয়েছে। এই কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হয়েছে ৩০শে জুলাই। যা চলবে ১১ই আগস্ট পর্যন্ত। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে ইকিউ কোটা-২ কোটাতে সিলেকশন প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসগুলোতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা এ কোটা সুবিধা পাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন