‎জবি রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাদিয়া জান্নাত কেয়া ‎জবি প্রতিনিধি, 
‎জবি | ২২ আগস্ট ২০২৫(শুক্রবার)
গতকাল  বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫,
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম পিএইচডি । তিনি   বলেন, “বর্তমানে জলবায়ু পরিবর্তন মানব জীবনে নানামুখী প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ তৈরি করা যায়।”
‎সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি নুরুল আমিন মজুমদার প্রিন্স। তিনি বলেন, “বৃক্ষ শুধু পরিবেশকে রক্ষা করে না, এটি আমাদের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সচেতনভাবে এই কর্মসূচি চালিয়ে যায় তবে তা সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের ২০২৫-২০২৬ সভাপতি মাহবুব আলম বলেন,  “ বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও জরুরি। আমি বিশ্বাস করি, যদি আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তবে আমাদের দেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।”
‎এছাড়াও, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল এর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ সকল রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

Post a Comment

নবীনতর পূর্বতন