বালিয়াডাঙ্গীতে স্বামীর পরকীয়ায় নববধূর আত্মহত্যা

নইমুল ইসলাম নায়ুম, বালিয়াডাঙ্গী প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫(সোমবার) 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্বামীর অবিশ্বাস ও পরকীয়া সম্পর্ক সহ্য করতে না পেরে রুমি আক্তার (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র দুই মাস আগে আলোকছিপি গ্রামের সুমন আলীর (২০) সঙ্গে বিয়ে হয় রুমি আক্তারের। তিনি একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের ওসমান আলীর মেয়ে। বিয়ের পরপরই সুমন আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ সৃষ্টি হতো।

রোববার (৭ সেপ্টেম্বর) সুমন তার প্রেমিকাকে নিয়ে ঢাকায় পালিয়ে যান। এর জেরে অভিমান ও মানসিক চাপে পড়ে সোমবার সকালে স্বামীর বাড়িতেই নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমি।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, “এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন