ভূরুঙ্গামারীতে প্রবাসির স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, স্থানীয় জনগণের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫(বুধবার)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক প্রবাসির স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনগণ। 

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে সোনাহাট ইউনিয়নের ঢাকাইয়া পাড়া এলাকার প্রবাসী আয়নাল হকের স্ত্রী পারুল বেগম(৩৫) এর সাথে এ নেক্কারজনক ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, এলাকাবাসী আয়নাল হক দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তার মেয়ের জামাই আজ বুধবার বিদেশে যাওয়ার কথা থাকায় বাড়িতে মোটা অংকের টাকা রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটেছে।

গত রাতে বাড়ির পিছনে গৃহবধূকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাকে দ্রুত উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন