জলঢাকায় ক্যান্সারে আক্রান্ত বুলু ইসলামের জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন

মোঃ আল আমিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫(শুক্রবার)
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্বশিমুলবাড়ি স্বরে হাজিরডাঙ্গা এলাকার দরিদ্র পরিবারের সন্তান মোহাম্মদ বুলু ইসলাম দীর্ঘদিন ধরে ভয়াবহ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। শরীরের বিভিন্ন স্থানে ছিদ্র করে স্যালাইন দেওয়ার মাধ্যমে কোনোভাবে টিকে আছেন তিনি।

বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করানো হলেও তাঁরা জানিয়েছেন, বুলুর উন্নত চিকিৎসা দেশের বাইরে—বিশেষ করে ভারত বা অন্য কোনো দেশে—নিয়ে যাওয়া প্রয়োজন। নচেত তাঁর জীবন রক্ষা করা সম্ভব নাও হতে পারে।

কিন্তু দারিদ্র্যপীড়িত এই পরিবারটির পক্ষে প্রায় ৫ লাখ টাকা চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব। এ অবস্থায় বাবা-মা ভেঙে পড়েছেন কান্নায়, সন্তানকে বাঁচানোর আকুতি জানাচ্ছেন সমাজের সামর্থ্যবান ও দয়ালু মানুষের কাছে। পরিবারের দাবি—সাহায্যের হাত বাড়ালেই হয়তো নতুন করে বেঁচে উঠতে পারে বুলু ইসলাম।

বুলুর একটি ছোট্ট কন্যা সন্তান রয়েছে, বাবাকে হারানোর শঙ্কায় যার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠছে। তাই পরিবার, স্থানীয় এলাকাবাসী ও মিরগঞ্জ ইউনিয়নের মানুষ বুলুকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সহযোগিতা পাঠানোর জন্য বুলুর পরিবারের দেওয়া নম্বরগুলো—
বিকাশ: 01315233528
নগদ: 01317111457

একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে এবং একজন তরুণ বাবার জীবন বাঁচাতে সমাজের সকলের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন