ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫(বুধবার)বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, বিগত দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা সংসদ নির্বাচনে অংশ নেননি। তাহলে এখন কেন কোনো উপদেষ্টারা সংসদ নির্বাচন অংশ নেবেন। উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়া মানে বর্তমান সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় উৎসাহিত করার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এসময় ব্যারিস্টার অসীম বলেন, উপদেষ্টাদের কেউ কেউ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিপ্রায়ে দৌড়ঝাপ শুরু করেছেন। কিন্তু বিগত দিনের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার কিংবা ইন্টেরিম সরকারের কোনো উপদেষ্টা কখনোই সংসদ নির্বাচনে অংশ নেননি। তাহলে বর্তমান সময়ে উপদেষ্টারা কেন সংসদ নির্বাচন অংশ নেবেন।
উপদেষ্টাদের সংসদ নির্বাচনে অংশ নেওয়া মানে বর্তমান সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করা। সরকারের সকল সুযোগ সুবিধা নেবেন, আবার নির্বাচনেও অংশ নেবেন, সেটা হতে পারে না। বিএনপি কখনো শাসক বা শোষক নয়, বিএনপি জনগণের সেবক হয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়।
তিনি আরো বলেন, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বর্তমান সরকার ব্যর্থ হলে, জাতি কখনো এ সরকারকে ক্ষমা করবে না।
জনসংযোগ কর্মসূচিটি জিগাতলা মোড় থেকে শুরু হয়ে ট্যালি অফিস হয়ে হাজারীবাগ বউবাজারে গিয়ে শেষ হয়। এ সময়ে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন