মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি, আলোচনা সভা এবং স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করেছে জেলা বিএনপি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল।
বক্তারা ঐতিহাসিক দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলীয় ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা উপস্থাপন করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সকালেই ফিতা কেটে স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক।
ক্যাম্পে সাধারণ মানুষের জন্য হেলথ চেকআপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করা হয়। এতে বিভিন্ন বয়সের শতাধিক মানুষ অংশ নেন।
দিবসটি ঘিরে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো কার্যালয় চত্বর ছিলো উৎসবমুখর।

একটি মন্তব্য পোস্ট করুন