স্টারলিঙ্কের মতো প্রযুক্তির আবর্জনায় বিপর্যয় ঘটতে যাচ্ছে পৃথিবীর মহাকাশে

ডেস্ক নিউজ 
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫(শনিবার)
ঢাকার যানজটের মতোই জট লেগে যাওয়ার উপক্রম হচ্ছে মহাকাশে। 

২০২৫ সালের শুরুতে মহাকাশে কৃত্রিম উপগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৮৫ তে! বিশেষজ্ঞেরা বলছে, ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে যেতে পারে। সোজা কথায়, মহাকাশে আর তিল ধারণের জায়গা থাকবে না।

গবেষকরা বলছে, সবচেয়ে বেশি জট লেগে আছে পৃথিবী থেকে ৪০০-৬০০ কিলোমিটার ও ৭০০-৮০০ কিলোমিটার উচ্চতায়। মহাকাশ বর্জ্য বিশেষজ্ঞ হিউ লুইস সতর্ক করে বলেছে, আগামী এক বছরের মধ্যে কক্ষপথে বড় কোনো সংঘর্ষ হওয়ার আশঙ্কা প্রায় ১০ শতাংশ! আর একবার যদি দুটো বড় স্যাটেলাইটের ধাক্কা লাগে, তবে হাজার হাজার নতুন টুকরো তৈরি হবে। সেই টুকরোগুলো আবার অন্য স্যাটেলাইটকে ধাক্কা দেবে। শুরু হবে এক ধ্বংসাত্মক চেইন রিঅ্যাকশন।

মার্কিন নিয়ন্ত্রিত স্টারলিংক একাই গত ছয় মাসে ১ লাখ ৪৫ হাজার বার ধাক্কা এড়ানোর কসরত করেছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন