কুড়িগ্রামের নাগেশ্বরী তে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুতাসিম তানিম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫(সোমবার)
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় পুলিশ এর মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাবতলা বাজার এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
রবিবার রাতের অভিযানে কচাকাটা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৫)। তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ বাজার এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাবতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করার সময় আরিফুল ইসলামকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে থানায় হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।কচাকাটা থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন