হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ ব্যাচ)-এর পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫(রবিবার)
চট্টগ্রাম দক্ষিণ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ ব্যাচ)-এর পূর্ণমিলনী অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি সভা আজ (শনিবার) চট্টগ্রাম মহানগরের ফিরিঙ্গিবাজার মোড়স্থ “লা-গন্ডোলা” রেস্টুরেন্টে বিকেল চারটায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও এনডিসি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন। সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বান্দরবান সমাজসেবা কর্মকর্তা সত্যজিত মজুমদার মানু।

সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ হাসানুর জামান বাবু, মোঃ জামশেদুল আলম, মোঃ মহিউদ্দিন খান, মোঃ ইলিয়াস খান, হাজী মুহাম্মদ আবুল হাশেম, আহমদ কবির বাবুল, বিশ্বজিৎ মজুমদার সানু, মোঃ দিদারুল ইসলাম, মৃণাল রায়, মোঃ গিয়াসউদ্দিন, গৌরাঙ্গ দে প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয় মাঠে ১৯৮৭ ব্যাচের পূর্ণমিলনী ও পারিবারিক মিলনমেলার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
সভায় সকল সহপাঠীকে পরিবারের সদস্যসহ দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠন করা হয়—
১. অর্থ উপকমিটি
২. আপ্যায়ন উপকমিটি
৩. প্রচার ও প্রকাশনা উপকমিটি
৪. সাংস্কৃতিক উপকমিটি
৫. মঞ্চ ও সাজসজ্জা উপকমিটি
৬. যোগাযোগ ও সমন্বয় উপকমিটি

সভায় জানানো হয়, অচিরেই এসব উপকমিটির পূর্ণাঙ্গ নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠান-সংক্রান্ত যেকোনো বিষয়ে মোঃ হাসানুর জামান বাবু, মোঃ জামশেদুল আলম ও মোঃ ইলিয়াস খান এর সাথে যোগাযোগের আহ্বান জানানো হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন