আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতীতে অনুষ্ঠিত হলো যমুনা গ্রুপের আনন্দ র্যালী, মতবিনিময় সভা ও বাৎসরিক ডিলার ক্লোজিং–২০২৫। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় মুকুন্দগাতী বাজারে অবস্থিত মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ শোরুম চত্বরে দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ব্যবসায়ী, ডিলার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— জনাব মোঃ খোদা বক্স সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোঃ মাকসুদুর রহমান, হেড অব সেল্স, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোঃ তারেক রহমান, এ.জি.এম, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস লিমিটেড, জনাব মোঃ সাদ্দাম হোসেন, জোনাল ম্যানেজার, যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস লিমিটেড, জনাব মোঃ ফরিদুল ইসলাম, পরিচালক, মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ, জনাব মোঃ শামীম আহমেদ, ম্যানেজার, মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ, জনাব মোঃ ছানোয়ার হোসেন, টু-ডেস ইলেকট্রনিক, জনাব মোঃ জুবায়ের হোসেন, বিসমিল্লাহ ইলেকট্রনিকস, কেজির মোড়, জনাব মোঃ শহিদুল ইসলাম খান, সোয়া মনি ইলেকট্রনিক, জনাব মোঃ আশিকুল ইসলাম (আসিক), প্রচার সম্পাদক, বাংলাদেশ প্রেস ক্লাব, বেলকুচি শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— জনাব মোঃ মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় দেশীয় ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিক্স গ্রাহকের আস্থা ধরে রাখতে সবসময় আধুনিক প্রযুক্তির পণ্য বাজারে নিয়ে আসছে। বেলকুচি অঞ্চল যমুনার গুরুত্বপূর্ণ ডিলার জোন হিসেবে বছরের পর বছর ধরে বিক্রিতে সাফল্য দেখিয়ে আসছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন।
ডিলার ক্লোজিং অনুষ্ঠানে বছরের সেরা ডিলারদের পুরস্কৃত করা হয় এবং নতুন বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। বক্তারা গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করেন— মেসার্স ফরিদ এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানটি সহযোগিতা করেন— যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস।
যমুনা ব্র্যান্ডের আকর্ষণীয় স্লোগান “যমুনারে যমুনা— আমরা কিন্তু যমুনা, অন্য পর্ণের কথা ভেবোনা… কিনবো শুধু যমুনা!”
দিনব্যাপী আয়োজনে র্যালী, মতবিনিময়, ব্যবসায়িক আলোচনা, স্টক রিভিউ, নতুন মডেল পরিচিতি ও ডিলার সম্মাননা অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন