নিজস্ব প্রতিবেদক
দেশে গত সাড়ে ৩১ ঘণ্টায় চারবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে আজ শনিবার সকালে একবার ও সন্ধ্যায় পরপর দুবার ভূকম্পন অনুভূত হয়। এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা।
ভূমিকম্পের সময় কিছু করণীয় আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের সময় করণীয় নিয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। দেখে নেওয়া যাক পরামর্শগুলো:
কী করবেন
১। আতঙ্কিত হবেন না। শান্ত থাকুন এবং দ্রুত নিরাপদ জায়গা খুঁজুন।
২। বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে মজবুত টেবিল বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নিন।
৩। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বাইরে বেরিয়ে আসুন।
৪। বিম, কলাম বা পিলারের পাশে দাঁড়ান—এগুলো তুলনামূলকভাবে নিরাপদ।
৫। স্কুলে থাকলে ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন।
৬। ঘরের বাইরে থাকলে গাছ, ভবন ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা জায়গায় দাঁড়ান।
৭। বাজার, হাসপাতাল বা ফ্যাক্টরিতে থাকলে ভিড় না করে মাথা ঢেকে বসে পড়ুন।
৮। ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে কম নড়াচড়া করুন। মুখ কাপড়ে ঢেকে রাখুন।
৯। প্রথম কম্পন থামলে সুযোগ বুঝে দ্রুত খোলা জায়গায় বের হন।
১০। ওপর তলায় থাকলে কম্পন থামা পর্যন্ত অপেক্ষা করে সিঁড়ি দিয়ে নামুন।
১১। গাড়িতে থাকলে সেতু, খুঁটি, গাছ থেকে দূরে গাড়ি থামান এবং ভেতরে থাকুন।
১২। বাসায় টর্চ, পানি, রেডিও ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখুন।
কী করবেন না
১। দৌড়াদৌড়ি বা চিৎকার করবেন না।
২। লিফট ব্যবহার করবেন না। আটকে পড়ার ঝুঁকি থাকে।
৩। দরজার সামনে ভিড় বা ধাক্কাধাক্কি করবেন না।
৪। জানালার পাশে দাঁড়াবেন না কাঁচ ভেঙে পড়তে পারে।
৫। গ্যাস লিকের সন্দেহে আগুন বা সুইচ অন–অফ করবেন না।
ভূমিকম্পের সময় শান্ত থাকা, নিরাপদ আশ্রয় নেওয়া এবং কম্পন থামার পর খোলা জায়গায় বের হয়ে যাওয়া এই তিনটি বিষয়ই জীবন বাঁচাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন