মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী ৩ জলঢাকা আসন বাংলাদেশ জামায়াত ইসলামীর মোটরসাইকেল শোডাউন প্রায় সেখানে অংশগ্রহণ করেছিলেন ৫ থেকে ৬ হাজার মোটরসাইকেল ও মাইক্রো বাস, পিকআপ ভ্যান করে প্রায় ২০ থেকে ২৫ হাজার লোকের সনাগাম করেন দলটি। জলঢাকা শহীদ মিনার থেকে শোডাউনটি বাইর হয়ে জলঢাকা উপজেলার প্রধান, প্রধান সড়ক গুলোও প্রদক্ষিণ করে গোলমুন্ডা ইউনিয়ন থেকে শুরু করে ডাউয়াবাড়ী,শৌলমারী,কৈমারী,
খুটামারা, কাঁঠালী, মীরগঞ্জ, শিমুলবাড়ী, ধর্মপাল, গোলনা, বালাগ্রাম ইউনিয়ন দিয়ে জলঢাকা পৌর এলাকার কিছু অংশ জায়গা ঘুরে আবার একত্রিত হন জলঢাকা জামায়াত ইসলামীর নিচ কার্যালয় এসে শেষ হয় শোভাযাত্রাটি। এ সময় নীলফামারী ৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর থেকে মনোনীত প্রার্থী আলহাজ্ব ওবায়দুল্লাহ সালাফী গাড়ির উপর থেকে চলন্ত অবস্থায় হাত তুলে পুরো উপজেলা জুড়ে সবার কাছে দোয়া চেয়ে বেড়ান, এবং সকলের জন্য দোয়া করেন তিনি। এবং বিভিন্ন প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ যদি জামায়াত ইসলামী নীলফামারী ৩ জলঢাকা আসনে জয় লাভ করতে পারে সকল দুর্দশা, এবং সকল ধরনের সুশৃংখল আইনশৃঙ্খলা বাহিনীকে সহ সকল প্রকার কাজ করে যাবেন দলটি যেনো সকল ধরনের সেবা পায় সাধারণ মানুষরা। এ সময় আজকের শোডাউন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আমির মোখলেছুর রহমান (মাষ্টার) জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক জুয়েল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ফায়ছাল (মুরাদ) উপজেলা নায়বে আমির কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোমাল আল হাসান, সহ সেক্রেটারি মুজাহিদ মাসুম, হামিমুর রহমান (হামিম)জামায়াত ইসলামী ছাত্র শিবিরের নীলফামারীর সভাপতি তাসমুল হাসান সাগর, সাধারণ সম্পাদক রিয়াজুল করিম (রাজু) জয়নাল আবেদীন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশগ্রহণ করেন। এবং সবাই অঙ্গীকারবদ্ধ নীলফামারী ৩ জলঢাকা আসন কে একটি স্মার্ট আসন হিসেবে গড়ে তুলবেন এবং সবার সুখে দুখের সাথী হতে চায় সংগঠনটি বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা নীলফামারী।

একটি মন্তব্য পোস্ট করুন