চট্টগ্রাম বন্দর কনসেশন ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত বিতর্কের ঘোষণা- স্টুডেন্টস ফর সভরেন্টির

অনলাইন ডেস্ক 
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫(মঙ্গলবার)
চট্টগ্রাম বন্দরকে বিদেশী অপারেটরের হাতে কনসেশন/লিজে দেওয়ার পক্ষে ও বিপক্ষে একটি উন্মুক্ত বিতর্ক আয়োজনের ঘোষণা দিয়েছে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’। শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিতর্ক অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির আহ্বায়কের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনটির মতে, চট্টগ্রাম বন্দর দেশের সার্বভৌমত্ব, বাণিজ্য নিরাপত্তা ও জিও–পলিটিক্যাল অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি জাতীয় ইস্যুতে সংসদ নিষ্ক্রিয় থাকায় জনগণের সামনে স্বচ্ছ আলোচনা হওয়া জরুরি।

সংগঠনটির আহ্বায়ক জানায়—
“জনগণের সঠিক তথ্য জানার অধিকার রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ নীতি–সংক্রান্ত বিষয়ে শান্তিপূর্ণ উন্মুক্ত বিতর্ক শুধু ভুল বোঝাবুঝিই কমাবে না, বরং সরকারের ত্রুটিগুলো চিহ্নিত করতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সাহায্য করবে।”

বিতর্কে অর্থনীতি, নৌপরিবহন, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা, সার্শ্রবভৌমত্ব, মনীতি, অবকাঠামো ব্যবস্থাপনা ইত্যাদি নানা দিক তুলে ধরা হবে।

তিনি আরো বলেন, “বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরকে বিদেশী অপারেটরের মাধ্যমে দীর্ঘমেয়াদি কনসেশন দেওয়ার প্রভাব কী হতে পারে—এ বিষয়ে জনগণকেই সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে আমরা এই উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করেছি।”

বিতর্কে অংশগ্রহণ করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বিতর্কের তারিখ, ভেন্যু ও নিবন্ধন প্রক্রিয়া শিগগিরই প্রকাশ করবে সংগঠনটি।

Post a Comment

নবীনতর পূর্বতন