সাতক্ষীরার কালীগঞ্জে ভোররাতে দুর্ধর্ষ চুরি–গুলিবর্ষণ, আটক ১

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫(বৃহস্পতিবার)
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী বাংলালিংক টাওয়ারে ভোররাতে দুর্ধর্ষ চুরি ও গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন দুইজন। এ ঘটনায় মোসলেম আলী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথমে বিদ্যালয়ের পাঁচিল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রধান শিক্ষকের দফতর, কম্পিউটার রুম ও শিক্ষকদের কক্ষের তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, একটি হার্ডডিস্কসহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র লুট করে।

পরে একই চক্র পাশের বাংলালিংক টাওয়ার থেকে ৩টি ব্যাটারি বের করে ভ্যানে তোলার চেষ্টা করে। এসময় বিষয়টি টাওয়ারের টেকনিশিয়ান রিগ্যান হোসেন (৩৫) এবং স্থানীয় আকরাম হোসেন (৪৫) টের পেয়ে ধাওয়া করলে দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালানোর সময় তাদের গুলি করে আহত করে।

আহতদের মধ্যে আকরাম হোসেনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত রিগ্যান হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা পালানোর চেষ্টা করা মোসলেম আলীকে একটি ইঞ্জিনভ্যান ও টাওয়ারের চুরি হওয়া ৩টি ব্যাটারিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে পূর্বেও চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয়দের সন্দেহ, বিদ্যালয়ের বরখাস্ত প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু ও নৈশপ্রহরী ইয়াসিনের গাফিলতি বা সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য দেননি।

নৈশপ্রহরী ইয়াসিন জানান, ফজরের নামাজের পর ঘুম থেকে উঠে দেখেন বিদ্যালয়ের গেটে তালা থাকলেও ভেতরের কক্ষগুলোর দরজা খোলা। এরপরই তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে খবর দেন।

খবর পেয়ে সকাল ৯টার দিকে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান ঘটনাস্থলে গিয়ে মোসলেম আলীকে আটক করেন। তিনি বলেন, “সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অনুজা মণ্ডল জানান, তিনি মামলা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছিল।

Post a Comment

নবীনতর পূর্বতন