ধামইরহাটে আড়ানগর উচ্চ বিদ্যালয়ে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইন; চিত্রাঙ্কন অনুষ্ঠিত

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫(সোমবার)
নওগাঁর ধামইরহাট উপজেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) এর আয়োজনে আড়ানগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ১০ নভেম্বর দুপুরে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ব্যবহৃত প্লাস্টিক ও কাগজ দিয়ে হস্তশিল্প তৈরী কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল হোসেন প্রধান শিক্ষক আড়ানগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী ও ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার শংকর সরকার, আড়ানগর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্য ও সকল ছাত্র/ছাত্রীবৃন্দ এবং ইএসডিও’র উন্নয়ন কর্মীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থানকারীসহ মোট ৫৬ জনকে পুরস্কৃত করা হয়। উপস্থিত শিক্ষক শিক্ষার্থীগন এধরনের অনুষ্ঠানের প্রসংশা করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন