জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫(শুক্রবার)
জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক হারুনার রশিদ।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা কমিটির সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাওহিদ আলম।

এছাড়া জলঢাকা উপজেলা আমির মোখলেছুর রহমান মাস্টার, সেক্রেটারি মোম্মার আল হাসান, সহ-সেক্রেটারি মোজাহিদ মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নুর ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক হারুনার রশিদ বলেন, “নীলফামারী-৩ আসনটি দাঁড়িপাল্লা মার্কার একটি ঐতিহাসিক আসন। সকল ধর্ম-বর্ণের মানুষকে আহ্বান জানাই—দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ওবায়দুল্লাহ সালাফীকে বিপুল ভোটে বিজয়ী করুন।”

প্রধান আলোচক মাওলানা ওবায়দুল্লাহ সালাফী তাঁর বক্তব্যে বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান, কোনও বিশেষ নেতা নই। আমরা চাই নীলফামারী-৩ আসনকে একটি রোল মডেল আসনে রূপান্তর করতে। দাঁড়িপাল্লা মার্কার বিজয় ছাড়া এটি সম্ভব নয়। আপনারা অতীতের মতো এবারও ঐক্যবদ্ধ থাকবেন—জামায়াতে ইসলামী এবং শ্রমিক সমাজের পাশে আমরা সব সময় আছি এবং থাকব ইনশাআল্লাহ।”

সমাবেশে শ্রমিক সমাজসহ বিভিন্ন পেশার মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন