জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী এমপি প্রার্থী হিসেবে মাঠে নামছেন

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ 
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫(রবিবার)
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পাওয়া নাসিরনগরের কিংবদন্তী রাজনীতিবিদ,নাসিরনগর উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-০১(নাসিরনগর) আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মাঠে লড়বেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের স্বীকৃতি পাওয়ার পর তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে নির্বাচনী মাঠে বিভিন্ন ইউনিয়নে তাঁর পক্ষে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে তাঁর নির্বাচনী মাঠে নামার ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া-০১ তথা নাসিরনগর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে উৎসাহ ও উচ্ছ্বাস।

Post a Comment

নবীনতর পূর্বতন