ডেমরার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচারনিন্দা জানালো সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫(সোমবার)
রাজধানীর ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল ডেমরার একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল DailyNewsbd-এ ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

সাংবাদিকতার নীতিনৈতিকতা লঙ্ঘন করে ওই সাংবাদিককে জড়িয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দেহ ব্যবসার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে— যা সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের জন্ম দিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, উক্ত অনলাইন নিউজ পোর্টালটি অর্থের লোভে এমন মানহানিকর ও অসত্য সংবাদ প্রচার করেছে। অথচ অনুসন্ধানে জানা গেছে, যাকে অভিযুক্ত করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

এছাড়া ওই প্রতিবেদনে সাংবাদিকের ব্যক্তিগত জীবন নিয়েও মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। সেখানে দাবি করা হয় তিনি চারটি বিয়ে করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এক নারীর সঙ্গেই বিবাহিত।

এই ঘটনায় সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ) এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে বলেছে—
“এ ধরনের মিথ্যা সংবাদ ও অপপ্রচার সাংবাদিক সমাজকে কলঙ্কিত করছে। যারা ব্যক্তি বিদ্বেষ ও রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের চরিত্র হননের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়—
“একজন দায়িত্বশীল সাংবাদিকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও ব্যক্তিগত আক্রমণ সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘন। এটি লাল সাংবাদিকতার নিকৃষ্ট উদাহরণ।”

সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বলেন,
“পেশাদার সাংবাদিকদের সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। সাংবাদিকদের সম্মানহানি ঘটলে ভবিষ্যতে এমন অপপ্রচার আরও বৃদ্ধি পাবে।”

ঘটনার পরিপ্রেক্ষিতে ডেমরার স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন