সিংড়ায় পৌরসভার যানবাহনের লাইসেন্স কার্যক্রমের উদ্বোধন

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃনাটোরের সিংড়ায় সেবার মান বৃদ্ধিকরণে পৌরসভায় চলাচলরত মিশুক, রিক্সা, ভ্যান ও ইজিবাইক যানবাহনের লাইসেন্স কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর দেড়টায় পৌর চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।

অনুষ্ঠানে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসির দায়িত্বে) মো. রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, প্রধান সহকারী জিল্লুর রহমান জুয়েল প্রমূখ।

Post a Comment

নবীনতর পূর্বতন