নলতা তে নিঃশব্দ রাত: চেতনা নাশক স্প্রের ছায়ায় লুটপাটের রহস্য

হাফিজুর রহমান কালীগঞ্জ, সাতক্ষীরা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫(মঙ্গলবার)
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা—যা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। একটি পরিবারকে নিঃশব্দে অজ্ঞান করে দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেল ঘরের সর্বস্ব।

গৃহকর্তা ভরত মন্ডল প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তার মৎস্য ঘেরে চলে যান। আর সেই সুযোগেই দুর্বৃত্তরা জানালার ফাঁক দিয়ে ছিটিয়ে দেয় চেতনা নাশক স্প্রে। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে পড়ে পুরো ঘর। রাতের আঁধারে জানালার গ্রিল ভেঙে তারা প্রবেশ করে এবং স্বর্ণালংকার, নগদ টাকা, ও মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।
পরদিন সকাল ৮টার দিকে প্রতিবেশীরা দেখতে পান, ঘরের সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত উদ্ধার করে নলতা তে ডায়াবেটিস সেন্টার হাসপাতালে ভর্তি করা হয় লতা মন্ডল (৩৫), লতিকা সরকার (২২), অমিত মন্ডল (১৫) এবং তরুণ সরকার (২৬)-কে।

স্থানীয় প্রতিক্রিয়া:  
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তবে পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

প্রশ্ন রয়ে যায়:  
এই নিখুঁত পরিকল্পনার পেছনে কারা? কীভাবে এত নিঃশব্দে পুরো পরিবারকে অচেতন করা সম্ভব হলো? এলাকাবাসীর মনে এখন শুধু একটাই প্রশ্ন—নিরাপত্তা কোথায়।

Post a Comment

নবীনতর পূর্বতন