ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশ নবীণ প্রবীণে পরিপূর্ণ, উপস্থিত হয়েছেন ৯ উপজেলার নেতা কর্মী


নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ  
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমাবেশ ও আনন্দ মিছিল নবীণ প্রবীনে পরিপূর্ণ।গত ৯ মে (শুক্রবার)বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর স্বাক্ষর করা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে জেলার ৯ উপজেলা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠণেের সর্বস্তরের নেতা কর্মীরা একত্রিত হতে থাকে। পরে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেঙ্কের পাড় মাঠে শুরু হয় জেলা বিএনপির সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রিয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও নব গঠির জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল। 

শুক্রবার (১৬ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিক টেঙ্কের পাড় মাঠে এ সমাবেশ শুরু হয়েছে। যার আয়োজন করেছে বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,শ্রমিক দল। 

টেঙ্কের পাড় মাঠে গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলার নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। আনুষ্ঠানিক সমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাতে ব্যানার, মাথায় ক্যাপ আর মুখে স্লোগান। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের সড়ক।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও সদ্য ঘোষিত জেলা বিএনপির সম্মানীত সদস্য এম এ হান্নান এর সমর্থনে ও উপজেলা শ্রমিক দলের সাবেক সা. সম্পাদক ও উপজেলা মাইক্রোষ্ট্যান্ডের সভাপতি মো. ইমরান মিয়ার নেতৃত্ব একটি বিশাল মিছিল ওই সমাবেশে যোগদান করে। মো. ইমরান বলেন, ‘আমাদের প্রত্যাশা আগামী দিনে ভোটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। আগামীতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হবে, তার প্রস্তুতি হিসেবে সুন্দর ও গ্রহণযোগ্য একটি জেলা কমিটি হয়েছে বলে আমি মনে করি।আমাদের নেতা শ্যামল ভাইয়ের পক্ষ থেকে কি নির্দেশনা আসে তা শোনার জন্য এসেছি।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির সভাপতি ও নব নির্বাচিত সহ সভাপতি এ্যাড. কামরুজ্জামান মামুন এর সমর্থনে ও নাসিরনগর উপজেলা ধরমন্ডল ইউনিয়নের যুব দল নেতা মো. সেলিম আহমেদের নেতৃত্বে একটি মটর সাইকেল শোডাউন মিছিল সহকারে সূদূর ধরমনন্ডল হতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমাবেশ স্থলে যোগদান করে।

এ সময় সেলিম আহমেদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,নাসিরনগর উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক মীর মোস্তফা জালালের নির্দেশে সমাবেশে যোগদান করে আমরা সত্যিই অভিভূত ও আনন্দিত। নব নির্বাচিত জেলা বিএনপির নেতৃত্বে সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন, জেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যকরী কমিটির ১ নম্বর সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য ইঞ্জিনিয়ার কবীর আহমদ ভূঁইয়া প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post