ময়মনসিংহে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভাগীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ বিভাগের পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কিত পর্যালোচনা সভা আজ ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১৬ মে শুক্রবার বেলা ১১ টায় নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

পল্লী সঞ্চয় ব্যাংক ময়মনসিংহ জেলা আঞ্চলিক কার্যালয় কর্তৃক আয়োজিত এই পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সালমা বানু।

বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের মহা ব্যাবস্থাপক (পরিচালন ও পরিপালন) মোঃ আলাউদ্দিন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ বিভাগের তত্ত্বাবধায়ক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদ রানা।

Post a Comment

Previous Post Next Post