জলঢাকা - রংপুর সড়কের বড়ঘাট বাজারে সড়কের বেহাল দশা প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার বড়ঘাট বাজারের একটু দক্ষিনে গেলেই পাওয়া যাবে 

পেট্রোল পাম্প, সেখানে রংপুরগামী সড়কটির বর্তমানে বেহাল দশা দেখা দিয়েছে। যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই সেখানে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ব্যস্ততম জলঢাকা - রংপুরগামী এই মহাসড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সেখানে কিছু বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় তা বৃষ্টির পানিতে ডোবায় পরিণত হয়ে যায়। বোঝায় মুশকিল হয়ে পড়ে যে, কোনটি গর্ত আর কোনটি রাস্তা। এ কারণেই দিন দিন ছোটখাটো দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে সড়কটিতে। 

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ঘটনাস্থলে গিয়ে এমন চিত্র দেখা যায়। স্থানীয়রা জানান, এখানে প্রতিদিন এই রিকশা অটো রিক্সা সহ বিভিন্ন ধরনের ছোটখাট দুর্ঘটনা ঘটছে। দ্রুত এ সমস্যার সমাধান করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি। তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংস্কারের মাধ্যমে এই সমস্যা সমাধান চেয়েছেন।

Post a Comment

Previous Post Next Post