সিংড়ায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল


মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: সাম্প্রতিক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ দারুস সুন্নাহ নুরানী ক্যাডেট মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মোঃ শাহাদাত হোসেন এবং দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওলানা সোহেল রানা।

মাহফিলে নিহতদের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য কামনা করা হয়। শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

উল্লেখ্য, এই মর্মান্তিক দুর্ঘটনাটি দেশব্যাপী গভীর শোকের ছায়া ফেলেছে। নিহতদের স্মরণে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post