মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সোহেল রানা (২৮)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর সিপিএসসি ইউনিট।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ জুলাই) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এজাহার অনুযায়ী, ভিকটিম ও অভিযুক্ত একই গ্রামে বসবাস করেন। ভিকটিমের স্বামী প্রবাসে থাকায় অভিযুক্ত সোহেল রানা বিভিন্ন সময় কু-প্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। ২৬ জুন রাত ১১টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেটে গেলে অভিযুক্ত তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী লেবু বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ভিকটিম নিজে বাদী হয়ে ১৮ জুলাই ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-১১)। এরপর থেকেই র্যাব অভিযুক্তকে ধরতে ছায়া তদন্ত শুরু করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোহেল রানাকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Post a Comment