২২০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে ২২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৪ জুলাই) দুপুরে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে ঈশ্বরগঞ্জ উপজেলার কুমরাশাসন এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সজীব আহম্মেদ (৩৪), পিতা- আঃ কুদ্দুস, মাতা- আনোয়ারা বেগম, সাং- টাংগাটিপাড়া, থানা- গৌরীপুর, জেলা- ময়মনসিংহ।

অভিযানকারীরা তার কাছ থেকে মোট ২২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

ঘটনার বিষয়ে উপপরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Post a Comment

Previous Post Next Post