কালীগঞ্জে বৃত্তি পরীক্ষার দাবিতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ "জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই"—এই স্লোগানকে সামনে রেখে কোমলমতি শিশুদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে, সারাদেশের ন্যায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়কে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা জানান, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে সফলতা অর্জন করে আসছিল। কিন্তু ২০২৫ সাল থেকে এই শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করে ১৭ জুলাই একটি পরিপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ সিদ্ধান্তকে ‘চরম বৈষম্য’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, “এটি ৬ লক্ষ শিক্ষক ও ৭০ লক্ষ শিক্ষার্থীর আত্মমর্যাদায় আঘাত। বৃত্তির আর্থিক দিক নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষার অনুপ্রেরণার প্রশ্ন।”

তারা অবিলম্বে এ বৈষম্যমূলক পরিপত্র বাতিলের দাবি জানান এবং তা না মানলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
মানববন্ধনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও নলতা খান বাহাদুর আহসানুল্লাহ প্রি-ক্যাডেট জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ শ্রী কুমার বসাক।
সঞ্চালনা করেন প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন:
• ইডা আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আলাউদ্দিন হোসেন খান
• উপজেলা ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ দুলাল চন্দ্র সরকার
• তাপস কুমার ঘোষ (সহকারী শিক্ষক, নলতা কে.বি. আহসানুল্লাহ প্রি-ক্যাডেট)
• কার্ডিফ মডেল স্কুলের অধ্যক্ষ কিবরিয়া
• প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান
• লাই সিয়াম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সাইফুল্লাহ
• রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মহাসিন হোসেন
• ব্রাইট স্টার প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মিহির সাহা
• চিলড্রেন ভয়েস প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আবু ফরহাদ

অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন তাহোদুজ্জামান হেলাল, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ইস্তেগফার রহমান, সুবোধ চন্দ্র ঘোষ, সুব্রত মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম, শেখ ওকালাত ও শফিউল্লাহ প্রমুখ।

শিক্ষক ও অভিভাবক মহলের দাবি—শিশুদের অধিকার ও মর্যাদা রক্ষায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এখনই।


Post a Comment

Previous Post Next Post