মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-অভিভাবকসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউল আলম এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন।
শুরুতে ঢাকার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আবু মোহাম্মদ মহসিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জনাব আবদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রাপ্ত বডুয়া, শিশির মাহমুদ ও বৈশাখী বডুয়া। তারা জুনিয়রদের উদ্দেশ্যে পড়ালেখায় মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বৃদ্ধি করবে বলে মনে করেন অভিভাবকরা।
Post a Comment