বিমান দুর্ঘটনায় নিহত মাহরিন ম্যামের প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি: আজ বুধবার (২৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ) নীলফামারী জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাহসী শিক্ষিকাও বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের অ্যাটাক কমিটির সভাপতি মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে নীলফামারী জেলা প্রশাসক নায়ারুজ্জামান, ও জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান মহোদয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশের করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন নায়িরুজ্জামান, জেলা প্রশাসক নীলফামারী, জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার জলঢাকা উপজেলা, আরজু মোঃ সাজ্জাদ হোসেন, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা ও জেলা প্রশাসন ও জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং মরহুমের পরিবারবর্গ সবাই মরহুমের জন্য দোয়া মোনাজাত করেন।

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরিন চৌধুরী। ২০ জন শিক্ষার্থীর জীবন রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেন তিনি। এই আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

Post a Comment

Previous Post Next Post